স্মরণিকাঃ কাজী হাবিব উদ্দিন আহমেদ মনি

আজ ২৯শে ডিসেম্বর শব্দসৈনিক কাজী হাবিব উদ্দিন আহমেদ মনির মৃত্যুদিন। ২০০৭ সালে উনি এই দিন আমাদের ছেড়ে চলে যান। উনি আমার খুব কাছের বন্ধু আজগরের বাবা। উনাকে প্রথম দেখি সম্ভবত ১৯৯৩ সালে। শেষবার দেখা হয়েছিলো মৃত্যুর বছর দুই আগে। বিকল কিডনি নিয়ে অনেক বছর বেঁচে ছিলেন।

সব মানুষের স্মৃতিতে পরিচিতদের একটা ছবি সাঁটানো থাকে। শব্দসৈনিক কাজী হাবিব উদ্দিন আহমেদকে মনে করলে আমার মনে আসে উনার গোপীবাগের বাসা যেটা চিওড়া হাউস নামে পরিচিত ছিল। উনার ঘরটায় দোতলায় উঠে সিড়ি বরাবর কয়েকধাপ সিড়ি নেমে তারপর যেতে হতো। উনাকে দেখতাম ক্লান্ত হয়ে সোফায় বসে আছেন। আমাকে দেখলে হেসে সোফায় পাশে বসতে বলতেন। আমার মনে এই ছবিটাই গাঁথা আছে।

শব্দসৈনিক কাজী হাবিব উদ্দীন আহমেদ।
ছবিঃ বাংলাপিডিয়া

ডঃ জাহিদ হোসেন প্রধান সম্পাদিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইতিহাস বইতে কাজী হাবিব উদ্দীনের লেখাটা পড়ছিলাম। সেখানে তিনি কালুরঘাটে পাকিস্তানি বিমান বাহিনীর বোমাবর্ষণের ইতিহাসটা লিখেছেন। পাঠকদের জন্য এটা এখানে টুকে রাখছি।

১৯৭৫ এর ২৭শে মার্চ পত্রিকায় এরকম একটি খবরে বাকিদের সাথে কাজী হাবিব উদ্দীনের নাম পাওয়া যায়।

শব্দসৈনিক কাজী হাবিব উদ্দিন আহমেদ মনিকে নিয়ে ব্লগার ষষ্ঠপাণ্ডব একটা পোস্ট লিখেছিলেন। লিঙ্কে গিয়ে আগ্রহীরা পোস্টটি পড়ে দেখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *