ঢাকায় বায়ু দূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে চলে গেছে বহু আগেই। অনেক বছর পর ঢাকায় গ্রীষ্মকালে দেড় মাস থেকে এলাম। অত্যধিক গরম থাকলেও বাতাস বেশ নির্মল ছিলো। দূষণের মাত্রা শীতকালে সবচাইতে খারাপ থাকে। ঢাকার মার্কিন দূতাবাস এলাকার ড্যাটা AQICN সাইট থেকে PM 2.5 ড্যাটা নামিয়ে দেখলাম একই সাইক্লিক প্যাটার্নে এই দূষণের মাত্রা প্রতি বছর ওঠানামা করে। জুলাই মাসে সর্বনিন্ম দূষণ এবং ডিসেম্বর-জানুয়ারিতে সর্বোচ্চ দূষণ।
কিছু মিসিং পয়েন্ট থাকলেও প্যাটার্নটা সহজেই বোধগম্য। ২০২৩ সালে আগের তুলনায় দূষণ কম ছিলো কোন এক কারণে।