জার্মানিতে ঠিক কতো বাংলাদেশির বসবাস সেটা নিয়ে বিভিন্ন ধারণা রয়েছে। আমি কয়েক বছর আগে পরিচিত কয়েকজন যারা দীর্ঘদিন ধরে জার্মানি বসবাস করে আসছেন তাঁদেরকে এই বিষয়টা জিজ্ঞেস করি। সবাই সংখ্যাটি ১০ থেকে ১৫ হাজারের মধ্যে হতে পারে বলে জানান। আমি এর কিছুদিন পর জার্মান সরকারের কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস (DESTATIS) থেকে এই বিষয়ে উপাত্ত সংগ্রহ করি। এই পোস্টে তখন পাওয়া সূত্রগুলোর হালনাগাদ তথ্য টুকে রাখছি।
জার্মান কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস কোন দেশে কতো নাগরিক জার্মানিতে বসবাস করে এই তথ্য সংগ্রহ করে আরেক কেদ্রীয় সরকারি সংস্থা ফেডারেল অফিস অফ মাইগ্রেশন অ্যান্ড রিফিউজিস (BAMF)-এর কাছ থেকে। সাধারণত জার্মানিতে মাইক্রো-পর্যায়ের তথ্য এক অফিস অন্য অফিসের সাথে শেয়ার করার চল নেই বলে ধারণা করা যায় DESTATIS এই ড্যাটা অ্যাগ্রিগেট আকারে পায় এবং সেটা তারা ওভাবেই প্রকাশ করে।
জার্মানিতে বাংলাদেশিদের সংখ্যা বের করতে গেলে প্রথমে “বাংলাদেশি” পরিচয়ের একটি কার্যকরী সংজ্ঞা (Operational definition) ঠিক করে নেয়া জরুরী। বাংলাদেশি বলতে আমরা এখানে বুঝবো –
১। যে সকল বাংলাদেশের নাগরিক জার্মানিতে বাস করেন।
২। যে সকল বাংলাদেশি নাগরিক বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করে জার্মান নাগরিকত্ব নিয়েছেন। ২০২৩ সাল পর্যন্ত হাতে গোনা অল্প কিছু ব্যতিক্রম বাদে বাংলাদেশিদের জন্মস্থানের নাগরিকত্ব ত্যাগ করে জার্মান নাগরিকত্ব নিতে হয়েছে। জার্মান সরকার ২০০০ সাল থেকে এই পরিসংখ্যানটি প্রকাশ করে। সুতরাং আমাদের কাছে ১৯৭১ থেকে ১৯৯৯ পর্যন্ত কতোজন বাংলাদেশি জার্মান নাগরিকত্ব নিয়েছেন সেটার সঠিক হিসেব নেই। আমরা এই সংখ্যাটি ১ হাজার হতে পারে বলে ধরে নিতে পারি।
৩। সাম্প্রতিক সময়ে বিপুল সংখ্যক বাংলাদেশি ইউরোপের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে এসেছেন। এদের একটি বড় অংশ অন্যান্য ইউরোপীয় দেশের নাগরিক। এদের সংখ্যা নিশ্চিত করে জানা সম্ভব নয়।
৪। কিছু বাংলাদেশির নাগরিকত্বের বিষয়টি পরিষ্কার নয়। এরা মূলত নিরাপত্তা প্রত্যাশী যারা কোন এক সময়ে পাসপোর্ট ধ্বংস করে ফেলেছেন এবং জার্মান সরকারকে নিজের নাগরিকত্বের তথ্যটি জানাতে অস্বীকার করছেন। এ সংখ্যাটি খুব বেশি নয় ধারণা করা যায়। সর্বোচ্চ ১ হাজারের মধ্যে থাকবে এদের সংখ্যাটি।
৫। DESTATIS সূত্রে সর্বশেষ ড্যাটা পাওয়া যায় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ২০২৪ সালের এই পোস্ট লেখা পর্যন্ত একটি প্রাক্কলন করা যেতে পারে। এই প্রাক্কলনে ২০২৩ সালের নতুন যোগ হওয়া সংখ্যার অর্ধেকটা এই বছরের প্রথম অর্ধভাগের সংখ্যা হিসাবে নেয়া যেতে পারে।
জার্মান কেন্দ্রীয় পরিসংখ্যান অফিসের মতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জার্মানিতে মোট বাংলাদেশি পাসপোর্টধারি নাগরিকের সংখ্যা ৩৫১৪০ জন।
এর বাইরে ২০০০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত জার্মান নাগরিকত্ব নিয়েছেন ৫০০৩ জন।
মোট বসবাসরত বাংলাদেশি নাগরিক এবং ২০০০ সাল পর্যন্ত জার্মান নাগরিকত্ব নেয়া বাংলাদেশিদের যোগ করলে সংখ্যাটি দাঁড়ায় ৪০,১৪৩ জনে। এই দুই গ্রুপের ২০২৪ সালের প্রথম ৬ মাসের প্রাক্কলিত সংখ্যা যথাক্রমে ২০২২ জন [(৩৫১৪০ – ৩১০৯৫)/২] এবং ২৫৩ জন [(৫০০৩ – ৪৪৯৮)/২]। অর্থাৎ, প্রাক্কলনসহ জার্মানিতে বসবাসরত মোট বাংলাদেশির ন্যূনতম সংখ্যা প্রাক্কলনসহ ৪২,৪১৮ জন।
এই ন্যূনতম সংখ্যার সাথে উপরে উল্লেখিত পরিচয় নিশ্চিত নয় এরকম বাংলাদেশি, অন্যান্য ইউরোপীয় দেশ থেকে এসে জার্মানিতে বসবাস করা বাংলাদেশি অরিজিন ইউরোপীয় নাগরিক এবং ২০০০ সালের আগে জার্মান নাগরিকত্ব নেয়াদের হিসাবে নিলে মোট বাংলাদেশিদের সংখ্যা ৪৫ হাজার হবে বলে অনুমান করা যায়।
তথ্যসূত্র
১। মোট বাংলাদেশি পাসপোর্টধারীদের সংখ্যাটি বের করা হয়েছে DESTATIS এর EVAS number: 12521-0008 ড্যাটা থেকে।
২। মোট জার্মান নাগরিকত্ব গ্রহণকারীদের সংখ্যাগুলো পাওয়া গেছে DESTATIS এর EVAS number: 12511-0003 ড্যাটা থেকে।
One Comment