জার্মানিতে প্রবাসীদের মধ্যে এরকম একটা ধারণা প্রচলিত আছে এখানে স্কুল শিক্ষার মান সব জায়গাতে একই রকমের। সম্প্রতি এক জার্মালে এই বিষয়ে কিছু লেখা পেলাম।
এর মধ্যে একটা জরীপ করেছে ifo Institute । এরা মূলত মানুষ পড়ালেখার মান সম্পর্কে কী ভাবে সেটা প্রকাশ করেছে। এই জরীপের সারাংশ এরকম –
এখানে দেখা যাচ্ছে মানুষ মনে করে বাভারিয়া প্রদেশের শিক্ষা ব্যবস্থা সবচাইতে ভালো। ৪১ শতাংশ মানুষ মনে করে বাভারিয়ার স্কুলগুলো ভালো মানের। সবচাইতে খারাপ অবস্থা সবচাইতে জনবসতিপূর্ণ নর্ড-রাইন-ভেস্টফালেন প্রদেশ।
এখানে কিছু প্রদেশকে একত্র করে ফলাফল দেখানো হয়েছে। এই জরীপ থেকে সিদ্ধান্তে আসার আগে মনে রাখতে হবে মানুষ কী মনে করে এটা বাস্তবতার কাছেপিঠে নাও হতে পারে।
এর থেকে ভালো বিল্ডুংসমনিটরের করা র্যাঙ্কিং। অনেকগুলো চলকের উপর ভিত্তি করে এরা একটি ইনডেক্স তৈরি করে। এদের ফাইন্ডিংসটা এরকম –
এখানে দেখা যাচ্ছে জার্মানির জাক্সেন প্রদেশের স্কুলসিস্টেম সবচাইতে ভালো। এর পরে বায়ার্ন। রাজধানী ব্যরলিনের অবস্থা একদম নিচের দিকে।
সূত্রঃ