রেঞ্চ ও নাম্বারস ফারগো টিভি সিরিজের দুই চরিত্র। ফারগো সিরিজের অনেকগুলো বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য হলো এতে প্রধান চরিত্র অনেকগুলো। সংলাপ, অভিনয়, কাহিনীতে ভূমিকা — সব কিছু মিলিয়ে এরা আলাদা আলাদাভাবে চোখে পড়ে। এই দুই চরিত্রের মধ্যে রেঞ্চ বাকপ্রতিবন্ধী। বাকপ্রতিবন্ধী চরিত্র জনপ্রিয় হতে পারে এটা এই চরিত্র দেখার আগে কোথাও চোখে পড়েনি।
এই দুই চরিত্রের সাথে একটা সাউন্ডট্র্যাকও জুড়ে দেয়া আছে। মানে হলো, এরা যখন স্ক্রিনে আসে তখন এটা বাজানো হয়। যেমন সিরিজ ২-তে এদের যখন সর্বপ্রথম আনা হয় সেই দৃশ্যটা এরকম –
সিরিজ ৩-এও রেঞ্চকে দেখা যায়। রেঞ্চকে দেখানোর সময়ও একই ট্র্যাক –
আরোও একটি দৃশ্য –
আমি (এবং আমার ধারণা আমার মতো অনেকেই) ধরেই নিয়েছিলাম এই ট্র্যাকটা বানানো হয়েছে রেঞ্চ ও নাম্বারসের জন্য। সিরিজ ৫-এ দেখলাম এই ট্র্যাকটা ব্যবহার করা হয়েছে যেখানে রেঞ্চ বা নাম্বারসের কেউ নেই। এটা সিরিজ ৫-এর অনেকগুলো বিচ্যুতির একটা। সিরিজ ৫-এ সাউন্ডট্র্যাক এই দৃশ্যে ব্যবহার করা হয়েছে।
ভবিষ্যতে ফার্গো সিরিজটা নিয়ে একটা বিস্তারিত রিভিউ লিখতে হবে।
পিকি ব্লাইন্ডারসেও সিজন ১-এর একটি সাইন্ড ট্র্যাকে একই রকম ড্রামসের ব্যবহার আছে। অশিক্ষিত কানে আমার কাছে শুরুটা একই রকম মনে হয়েছে। সংগীতে জ্ঞান বাড়ালে হয়তো শিক্ষিত মতামত দেয়া যাবে এই ব্যাপারে।