জার্মানিতে চাকুরীজীবীরা পূর্ণ বা খন্ডকালীন কাজ করতে পারেন। খন্ডকালীন কাজের চুক্তিগুলো সাধারণত পূর্ণকালীনের শতাংশ হিসাবে লেখা হয়। যেমন, অফিস সহকারী (৭৫%) মানে হলো এই চাকুরীতে ৪০ * ৭৫% = ৩০ ঘণ্টা কাজ করতে হবে।
নানা কারণে মানুষ খন্ডকালীন কাজ করে। পরিবার, প্রশিক্ষণ, সুযোগের অভাব ইত্যাদি। জার্মানির ফেডারেল স্টাটিস্টিক্স অফিস আজ সকালে কেন লোকে খন্ডকালীন কাজ করে সেটার পরিসংখ্যান প্রকাশ করেছে।
মূল রিপোর্টে নারী-পুরুষের বিভাজন দেখানো হয়েছে।
অনুবাদ সহায়িকা
Insgesamt – সর্বমোট
Mäner – পুরুষ
Frauen – নারীGründe für Teilzeittätingkeit 2022 – খন্ডকালীন কাজের কারণসমূহ ২০২২
Wunsch nach Teilzeittätigkeit – স্বেচ্ছায় খন্ডকালীন কাজ
Betreuung von Angehörigen – আত্মীয়দের সেবা (সন্তানসহ)
Aus -und Weiterbildung – প্রশিক্ষণ/শিক্ষা
Keine Vollzeitanstellung gefunden – পূর্ণকালীন কাজের সুযোগ নেই
Eigene Krankheit oder Behinderung – অসুস্থ্যতা বা প্রতিবন্ধী
Andere Gründe – অন্যান্য কারণ
এখানে দেখা যাচ্ছে নারীরা সন্তান, বা অন্য কারো দেখভাল করতে পূর্ণকালীন কাজে থাকতে পারেন না একটা বড় অংশ। বিপরীতে পুরুষেরা একটা বড় অংশ শিক্ষা/প্রশিক্ষণে ব্যয় করার জন্য খন্ডকালীন কাজ করেন। সহজ কোথায় পুরুষেরা ক্যারিয়ারে উন্নতি করার সুযোগ পান, নারীরা সেটা করে ওঠার সুযোগ পান না। এটার জন্য নারীরা অবসরে গেলে আর্থিক সমস্যার মধ্যে পড়েন।
সূত্রঃ Destatis